ছবিটি টাইফয়েড জীবানুর (লাল বস্তুটি সালমনেলা টাইফি)টাইফয়েড বা এন্ট্রিক ফিভার একটি মারাত্মক রোগ এবং বাংলাদেশে এর প্রদূর্ভাব অনেক। রোগটি পানি বাহিত এবং জীবানুর ( সালমনেলা টাইফি ও প্যারাটাইফি ) কারনে হয়।লক্ষন০ অতিরিক্ত জ্বর ১০৪ বা বেশী।০ পাতলা পায়খানা।০ সারা গায়ে লালচে দানা।০ কাশি থাকতে পারে।৩য় সপ্তাহে টাইফয়েড ভয়াবহ রূপ ধারন করে এবং রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।তাই ১ সপ্তাহের বেশী জ্বর হলে অবশ্যই ডাক্তার দেখান, অবহেলা করবেন না।এখন টাইফয়েড ভ্যাকসিন পাওয়া যায় সেটি গ্রহন করতে পারেন, এবং বিশুদ্ধ পানি পান করলে টাইফয়েড মুক্ত থাকতে পারবেন।
Source http://prothom-aloblog.com/users/base/drshahriarbd/32